
হাওড়া-খড়্গপুরের ডাউন লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল
রেল লাইন মেরামতের কাজ চলার সময় ট্র্যাক থেকে রেল লাইন সরে গিয়ে বিপত্তি। বহুক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচল। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর লাইন চেঙ্গাইল ষ্টেশনের কাছে। প্রায় ৪৫ মিনিট পর লাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়। জানা গিয়েছে। শনিবার সকালে চেঙ্গাইল ষ্টেশনের কাছে ডাউন লাইনে মেরামতির কাজ চলছিল। কাজ করার সময় আচমকাই লাইনের ফিসপ্লেট খুলে ট্র্যাক থেকে রেল লাইন সরে যায়। বিপদের আশঙ্কা বুঝে শ্রমিকরা ট্রেন দাঁড় করিয়ে দেন। ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৪৫ মিনিট পর লাইন মেরামতির পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।