
ইটভাটার শ্রমিকদের বেতন বাড়ানো হল ৭ শতাংশ
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র উদ্যোগে ইটভাটার শ্রমিকদের বেতন বাড়ানো হল ৭ শতাংশ। আইএনটিটিইউসি’র উদ্যোগে বেতন বৃদ্ধি পাওয়ায় খুশি ইটভাটার শ্রমিকরা। চলতি অর্থবর্ষ থেকেই নয়া বেতন কাঠামো ধার্য হবে। শ্রমিকদের কথায়, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া। বেতন বৃদ্ধি না করলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। তবে এই বেতন বৃদ্ধির ঘটনা ঘটেছে শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে। যদিও মনে করা হচ্ছে আইএনটিটিইউসি’র উদ্যোগে এই নয়া বেতন কাঠামো রাজ্যের সবকটি জেলার ইটভাটায় প্রয়োগ করা হবে। আপাতত ঝাড়গ্রাম জেলার ৯ হাজার ইটভাটা শ্রমিক এর দ্বারা প্রত্যক্ষ ভাবে লাভবান হলেও আগামী দিনে রাজ্যের প্রায় ১ লক্ষ ইটভাটা শ্রমিক উপকৃত হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।