শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে এলো ‘ডাঙ্কি’র টিজার

চলতি বছরের শাহরুখ খানের তৃতীয় ছবির ঝলক সামনে আসলো। জিও সিনেমা, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি ফিল্মসের উপস্থাপনায় ডাঙ্কি রাজকুমার হিরানি এবং গৌরী খান প্রযোজনা করেছেন। ছবিটি লিখেছেন অভিজাত জোশি, রাজকুমার হিরানি এবং কণিকা ধিল্লন। ২০২৩ যে কিং খানের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ বছর, সেকথা বলাই যায়। বছরের শুরুতে পাঠান থেকে বছরের মধ্যবর্তী সময়ে জওয়ান। আর এবার ডাঙ্কি দিয়ে শেষ হবে তাঁর চলতি বছরের সিনেমার যাত্রা। তাই অভিনেতার পাশাপাশি তার ভক্তেরাও ভীষণভাবে আগ্রহী এমন সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। ২ নভেম্বর শাহরুখের জন্মদিনকেই তাই বেছে নেওয়া হয়েছে ডাঙ্কির প্রথম ঝলক মুক্তির দিন হিসেবে। রাজকুমার হিরানি যখন থেকে ডাঙ্কির ঘোষণা করেছিলেন, দর্শকের মনে ভীষণভাবে উত্তেজনা সৃষ্টি করেছে। এমন অস্বাভাবিক নাম যে সিনেমার সেটা ঠিক কী হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর বহুল প্রত্যাশিত সিনেমাটির টিজারে একেবারে অন্যরকম একটি জগতের আভাস মেলে। যা বলা চলে প্রেম এবং বন্ধুত্বের অটুট বন্ধনে গাঁথা। শাহরুখ খানের এই টিজারটি ডাঙ্কি ড্রপ ওয়ান নামে প্রকাশ করা হয়। বাদশার জন্মদিনের বিশেষ দিনটিকেই আরও বিশেষ করে তোলার জন্যই এই উদ্যোগ। ছবিতে একদিকে যেমন রাজকুমার হিরানির অদ্ভুত ছোঁয়া রয়েছে, তেমনই আবার মুখ্যচরিত্রে শাহরুখ খানকে দেখা যাচ্ছে বলেও মনে করা হচ্ছে। ডাঙ্কির টিজার প্রথমেই চার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। যারা বিদেশে যাওয়ার জন্য জীবনের চরমতম ঝুঁকি নেবে। পরিবারের বিরুদ্ধে গিয়ে নানা ছোটখাটো মজার মুহূর্ত ফুটিয়ে তুলবে তারা একে অন্যের জীবনে। বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়েই এমন কিছু হাস্যরস প্রদান করবে ডাঙ্কি, যা কিনা গোটা গল্পটিতে একেবারে অন্যমাত্রা যোগ করবে। শাহরুখ খান ছাড়াও রয়েছেন বোমান ইরানি, তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার, এবং অনিল গ্রোভার। শাহরুখ এবং হিরানির একসঙ্গে কাজ করার কথাও দীর্ঘদিন ধরেই চলছিল। মুন্নাভাই এমবিবিএস-এ শাহরুখকে নিতে চেয়েছিলেন পরিচালক বলেও শোনা গিয়েছে। তবে কখনওই তাদের স্বপ্ন বাস্তবায়িত হয়নি।

error: Content is protected !!