ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের দ্রোহ-কার্নিভালে মন্ত্রী সুজিত বসুর গাড়িতে ‘হামলা’, বিক্ষোভের মুখে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়

পুজো কার্নিভালের পাশাপাশি চলছে দ্রোহের কার্নিভাল। আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন জুনিয়র ডাক্তার এবং বামপন্থী কিছু মানুষ। এরই মধ্যে পুজো কার্নিভালে যোগ দিতে গিয়ে ‘দ্রোহী’দের রোষের মুখে পড়লেন মন্ত্রী সুজিত বসু। পুজো কার্নিভাল থেকে প্রতিমা নিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গাড়ির ঠিক পিছনেই ছিল রাজ্যের মন্ত্রী তথা ওই ক্লাবের কর্ণধার সুজিত বসুর গাড়ি। আচমকাই দ্রোহের কার্নিভালে সামিলদের একাংশ এবং হাতে হাত ধরে মানববন্ধনে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজন হাত ছাড়িয়ে সুজিত বসুর গাড়ির দিকে ধেয়ে যান। তাঁদের মধ্যেই কয়েকজনকে জলের বোতলও ছুড়ে মারতে দেখা যায় মন্ত্রীর গাড়ির দিকে। গাড়ির পিছনের অংশে থাপ্পড় মারতে মারতেও এগিয়ে যান কয়েকজন। এই পরিস্থিতিতে সাময়িকভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এসবের মাঝেই জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে হাজির হলেন অপর্ণা সেন, উষসী চক্রবর্তী, দেবলীনা দত্তরা। এদিকে ধর্মতলা চত্বরে মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ তুলে ডিসি সেন্ট্রালকে ঘিরে প্রবল বিক্ষোভে আন্দোলনকারীরা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ধর্মতলা চত্বরে।

error: Content is protected !!