গাড়িতে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ২ বন্ধুর বিরুদ্ধে এফআইআর

গাড়িতে এক বান্ধবীর সামনেই অপর এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগ ২ বন্ধুর বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটে বিক্রমগড়ে। মহেশতলার বাসিন্দা ওই তরুণী রাতে জন্মদিনের পার্টি উপলক্ষে বিক্রমগড়ে এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন। ফেরার পথে দুই পুরুষ বন্ধুর সঙ্গে গাড়িতে ওঠেন তিনি। গাড়িতে ছিলেন অন্য বান্ধবীও। অভিযোগ, রাজেশ রায় ও সৌরভ রায় নামে দুই পুরুষ বন্ধু তরুণীর সঙ্গে অভব্য আচরণ করে। তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিস।পুলিস সূত্রে খবর, এরপর পুলিস ওই তরুণীকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসতে চাইলেও তরুণী জানায় ওই বন্ধুর সঙ্গেই সে বাড়ি যেতে পারবে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস। পাশাপাশি বিক্রমগড়ে যেই মহিলার বাড়িতে পার্টি হয়েছিল তাঁর বাড়িতেও পুলিস তল্লাশি চালায়। যদিও বেপাত্তা ওই মহিলা। পলাতক অভিযুক্তদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের চেষ্টা চালানো হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!