দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫

ফের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটল। এই ঘটনায় কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন বলে খবর। আহত একাধিক। তবে বিস্ফোরণের তীব্রতা দেখে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার দত্তপুকুর সংলগ্ন নীলগঞ্জের মোষপোল এলাকায় ওই বেআইনি বাজি কারখানাটি বহুদিন ধরেই সক্রিয় ছিল। আজ সকালে আচমকাই ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। দেখা যায় ওই বেআইনি বাজি কারখানাটি কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক মৃতদেহ ও দেহাংশ। ধোঁয়ায় ঢেকে রয়েছে পুরো চত্বরটি। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সময় কারখানাটিতে অনেক শ্রমিক কর্মরত ছিলেন। উপস্থিত ছিলেন শিশু ও মহিলারাও। এখনও অনেকের দেহ ধ্বংসস্তুপের নীচে আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিসবাহিনী ও দমকল। ভিতরে ধিকি-ধিকি জ্বলতে থাকা আগুন নেভানোর কাজ চলছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের বেশ কয়েরকটি বাড়িও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এলাকাটি এমনিতেই ঘনবসতিপূর্ণ। এরকম একটি এলাকায় কীভাবে রমরমিয়ে বেআইনি বাজি কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কারখানাটি নিয়ে বহুবার অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি। প্রশাসন কোনও পদক্ষেপ না নেওয়ার ফলেই আজকের এই ঘটনা ঘটেছে। তাঁদের আরও অভিযোগ, এই এলাকায় আরও বেশ কয়েকটি একইরকম বাজি কারখানা রয়েছে। বারুদের স্তুপে বসে আছেন বলে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিস। বাজির আড়ালে বোমা বানানোর তত্বও সামনে আসছে।

error: Content is protected !!