দত্তপুকুরে বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯, গ্রেফতার কেরামতের সহযোগী শফিক আলি

 দত্তপুকুরে বেআইনি বাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যুমিছিল।সোমবার সকালে মৃত্যু বেড়ে হল ৯। আহত কমপক্ষে দশ জন। আশঙ্কাজনক অনেকেই। পুলিশ সূত্রে খবর, ওই বাজির কারখানার আরও এক অংশীদার সামশুল আলির মৃত্যু হয়েছে আজ। রবিবার সামশুলের বাড়িতেই বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণের পর থেকে অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ। এরপর গভীর রাতে মূল অভিযুক্ত কেরামত আলির সহযোগী ও ব্যবসায়ী শফিক আলিকে গ্রেপ্তার করে পুলিশ। নীলগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, এই বেআইনি বাজির কারখানায় মূল অভিযুক্তের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা চালাত শফিক।  গ্রামবাসীদের মতে, এই ভয়ঙ্কর বিস্ফোরণের পর কেরামত ও তার ছেলে, দুজনেরই মৃত্যু হয়েছে। আরও এক অভিযুক্ত হল সইফুল আলি। গুরুতর জখম অবস্থায় বারাসাত হাসপাতালে ভর্তি সে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মোচপোল গ্রামে বিস্ফোরণের পর থেকে পুলিশ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। গভীর রাতে উদ্ধার হয়েছে প্রচুর নিষিদ্ধ বাজি। আজ সকালে বিস্ফোরণস্থলের ১০০ মিটারের মধ্যে এক পুকুর থেকে মুণ্ডহীন দেহ উদ্ধার করেছে পুলিশ। এর ৫০ মিটার দূরে মৃতদেহের মাথাটি উদ্ধার হয়েছে। বীভৎস বিস্ফোরণের পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। গতকাল গভীর রাতে মূল অভিযুক্ত কেরামতের সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবারেই ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার দত্তপুকুরে যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

error: Content is protected !!