
কেঁপে উঠল ইন্দোনেশিয়া! ভূমিকম্পের মাত্রা ৬.০
ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার একটি অঞ্চল। ইউএসজিএস অনুসারে, স্থানীয় সময় সকাল ৬:৫৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎসস্থল ছিল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের অদূরে সমুদ্রপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। states Geological Survey বলছে, তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ২০০৪ সালে ভূমিকম্প ও সুনামির জেরে কার্যত মৃত্যুপুরীর চেহারা নিয়েছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা। তারপর একাধিকবার কেঁপে উঠেছে এই দ্বীপ রাষ্ট্র। প্রাণহানির ঘটনাও ঘটেছে। বুধবার ভোরের কম্পন উস্কে দিল ২০০৪-র সেই ভয়াবহ স্মৃতি। ইন্দোনেশিয়ার সরকারি আবহাওয়া দফতর সূত্রে খবর, ভূমিকম্পের মাত্রা ৬.০। ইন্দোনেশিয়া অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি ভৌগলিক অঞ্চলে অবস্থিত। একে বলা হয় ‘রিং অব ফায়ার’। এটি প্রশান্ত মহাসাগরের অববাহিকায় এই অংশে জলের নিচে রয়েছে কতকগুলি সক্রিয় আগ্নেয়গিরি। এখানে ভূমিকম্পের আশঙ্কা প্রতি মুহূর্তে। অতীতেও বহুবার বড় বড় ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই দেশ। মোটামুটি ঘন ঘনই ভূমিকম্পের সম্মুখীন হয় ইন্দোনেশিয়া। এবারও সতর্ক রয়েছে প্রশাসন। তবে এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি।