ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

দ্বিতীয়বার শক্তিশালী ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। জোরাল কম্পনে কেঁপে উঠল পাপুয়া। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনায় কেউ আহত হননি। মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, সোমবার সকালে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ পাপুয়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি। উল্লেখ্য, শনিবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পে একজন নিহত এবং অন্ততপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বিপুল ক্ষয়ক্ষতিও হয়। পরপর ভূমিকম্পে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

error: Content is protected !!