এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

এবার ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। আজ সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৬ বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে ১৪ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার সকাল ১০টা ৫১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় আলিপুরদুয়ার, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। ভূবিশেষজ্ঞরা জানিয়েছেন, মাটির ১৪ কিমি গভীরে ছিল কম্পনকেন্দ্র। এছাড়াও আজ সকালে কম্পন অনুভূত হয়েছে অসমেও। সেখানে কম্পনের মাত্রা আরও বেশি। রিখটার স্কেলে ৪.১। মাটির ৩৫ কিমি গভীরে ছিল এই কম্পনের কেন্দ্রস্থল। শুক্রবারই নেপালের ভূমিকম্পে কেঁপেছিল বাংলা। নেপালে ৬.৪ মাত্রার সেই জোরালো ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৩৫জন মানুষ। সেদিন কলকাতা ও দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। তারপর আজ ফের ভূমিকম্পের ঘটনায় বাড়ছে আতঙ্ক। যদিও আজকের কম্পন তেমন জোরালো না হওয়ায় অনেকেই তা টের পাননি। আজকের কম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

error: Content is protected !!