
সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল
সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চল ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১ ৷ সূত্রের খবর, মঙ্গলবার ভোরে কম্পন অনুভূত হয় কলকাতা, বাংলাদেশ ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে ভূকম্পন অনুভূত হয় । ভূমিকম্পের উৎসস্থল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে । দিল্লির মৌসম ভবনের এক আধিকরিক জানান, ওড়িশা উপকূলের পুরীর কাছে কম্পন অনুভূত হয় ৷ তবে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷ কম্পনের ফলে সমুদ্রে জলোচ্ছাসেরও কোনও খবরও সরকারের তরফে পাওয়া যায়নি ৷