
ভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল-লাদাখ
শুক্রবার ভোর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল কার্গিল, লাদাখ-সহ সংলগ্ন অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। জানা গিয়েছে, শুক্রবার রাত ২টো ৫০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় কার্গিলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্প অনুভূত হয়েছে লাদাখেও। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে । এ দিন কম্পনের তীব্রতা এতটাই ছিল যে ঘুমের মধ্যেও জোরাল ধাক্কা অনুভব করে বাসিন্দারা। তড়িঘড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকে। কম্পনের তীব্রতা রিখটার স্কেলে পাঁচের উপরে থাকায় জোরাল ধাক্কা অনুভব করেছেন বাসিন্দারা বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের কারণে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।