লেভেল ক্রসিংয়ে ভূগর্ভস্থ পথ নির্মাণ কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল 

দিনহাটা ও কাটোয়া স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ে ভূগর্ভস্থ পথ নির্মাণ কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করল পূর্ব রেল ৷ পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথের বদলও করা হয়েছে ৷ এনিয়ে রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ তাতেই জানা যাচ্ছে, শনিবার ও রবিবার মোট ৪০টি ট্রেন বাতিল করা হয়েছে৷ পাটুলি ও কাটোয়া স্টেশনের ডাউন লাইনে সকাল ৬টা থেকে সন্ধে ৭:৪০ মিনিট পর্যন্ত এবং ব্যান্ডেল-কাটোয়া ডবল লাইন হাওড়া সাব ডিভিশনে সমস্ত সিগন্যাল ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল । এই কাজের জন্য পাটুলি ও কাটোয়া স্টেশনের মধ্যেও সকাল ৬টা থেকে সন্ধে ৭টা অবধি আপ ও ডাউন লাইনে সমস্ত সিগন্যাল ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করল পূর্ব রেল। এছাড়াও সালার ও টেনিয়া স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ডাউন লাইনও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এই কাজের জন্য আজ ৩টি ট্রেন ও ২০ তারিখ অর্থাৎ আগামিকাল আরও ৩৭টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ৮টি ট্রেনকে সাময়িক বন্ধ ও তাদের যাত্রাপথের পরিবর্তন করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল । তার মধ্যে একটি ট্রেন ঘুরপথে চালানোর কথা জানিয়েছে পূর্বরেল কর্তৃপক্ষ । ১৪টি স্পেশাল এক্সপ্রেস ট্রেনকে বাতিল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে ১৯ তারিখের ৩৭৯২৩ ও ৩৭৯২৫ হাওড়া ও আজিমগড় এক্সপ্রেস ৷ কয়েকটি ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে ৷ তার মধ্যে রয়েছে ১৯ তারিখের ১৫৬৪৩ ব্যান্ডেল ভায়া বর্ধমান-রামপুরহাট-গুমানি ৷ এই ট্রেনটি বর্ধমান ও রামপুরহাট দাঁড়াবে। এছাড়া ২০ তারিখে সাময়িক স্থগিত ও যাত্রাপথের পরিবর্তন করা কিছু ট্রেন ৷ যেসব লোকাল ট্রেনের যাত্রাপথ পরিবর্তন বা সময় বদল অথবা সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে সেগুলির নম্বরগুলি হল- ৩৭৭৪৫, ৩৭৯১১, ৩৭৯১১, ৩১১১১, ৩১১১২, ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭, ৩৭৭৪৯, এবং ৩৭৭৫৩৷

error: Content is protected !!