আজ হাওড়া, বর্ধমান, নৈহাটি ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন

হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। রবিবার এই ট্রেনগুলো বাতিল থাকবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রেলের ঘোষণায় জানানো হয়েছে, ডেভলপমেন্ট সংক্রান্ত কাজের জন্যই এই ট্রেনগুলো এদিন বাতিল থাকবে। হাওড়া ডিভিশনে মোট ৮টি ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে। রেলের ঘোযণায় যে ট্রেনগুলো বাতিল করা হয়েছে, তার ফলে হাওড়া- বর্ধমান কর্ড, হাওড়া- ব্যান্ডেল- নৈহাটি, হাওড়া- খানা- গুমানি সেকশনে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্র্যাক পরিবর্তনের কাজ এবং বিদ্যুৎ সংক্রান্ত কাজের জন্য বিদ্যুৎ কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, সেই কারণেই ব্যাহত হবে ট্রেন চলাচল। ট্রেন বাতিলের বিজ্ঞপ্তির পাশাপাশি যাত্রীদের অসুবিধার জন্য পূর্ব রেলের তরফে দুঃখ প্রকাশও করা হয়েছে। রবিবার হাওড়া স্টেশন থেকে বাতিল রয়েছে দুটি ট্রেন। ১১টা ২২ -এ ছাড়া এই ট্রেনটি বর্ধমান জংশন পৌঁছায় দুপুর ১ বেজে ৩২ মিনিটে। তবে এই রবিবারের জন্য ট্রেনটি বাতিল করা হয়েছে। এছাড়া হাওড়া থেকে দুপুর ১২ টা বেজে ৫ মিনিটে ছাড়া হাওড়া- বর্ধমান লোকালও রবিবার বাতিল করা হয়েছে।

বর্ধমান জংশন: বর্ধমান স্টেশন থেকেও এদিন দুটি EMU লোকাল বাতিল করা হয়েছে। বর্ধমান জংশন থেকে ২টো ২০ মিনিটে ছাড়া বর্ধমান- হাওড়া লোকাল এদিন বাতিল করা হয়েছে। এছাড়া আরও একটি বর্ধমান- হাওড়া লোকাল এদিন বাতিল করা হয়েছে। বিকেল ৩ টে ২৫ মিনিটের বর্ধমান জংশন থেকে ছাড়া ট্রেনটি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল।

ব্যান্ডেল: পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়া রবিবার দু’টি ট্রেন বাতিল করা হয়েছে। ১১ টা ৪২ মিনিটে ব্যান্ডেল- নৈহাটি লোকাল বাতিল করা হয়েছে। একই ভাবে ব্যান্ডেল থেকে ছাড়া দুপুর ১২ টা বেজে ৫২ মিনিটের ব্যান্ডেল- নৈহাটি লোকালও এদিন বাতিল করা হয়েছে।

নৈহাটি: রেলের ঘোষণা মোতাবেক নৈহাটি জংশন থেকেও দুটি ট্রেন বাতিল করা হয়েছে। নৈহাটি থেকে ছাড়া 12 টা বেজে ১০ মিনিটের নৈহাটি- ব্যান্ডেল লোকাল এদিন বাতিল রয়েছে। একই ভাবে দুপুর দেড়টার নৈহাটি- ব্যান্ডেল লোকালও এদিন বাতিল রয়েছে।

error: Content is protected !!