মহিলাদের জন্য সংরক্ষিত কামরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার হবে না, জানাল পূর্ব রেল

জেনারেল কম্পার্টমেন্টের সংখ্যা কমিয়ে মহিলাদের জন্য সংরক্ষিত কামরার বাড়ানোয় সমস্যা হচ্ছে নিত্যযাত্রীদের, এই অভিযোগ তুলে গত বুধ এবং বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান নিত্যযাত্রীদের একাংশ। অবিলম্বে রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। কিন্তু কোনও ভাবেই মহিলাদের জন্য সংরক্ষিত কামরার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার হবে না, স্পষ্ট জানাল পূর্ব রেল। বৃহস্পতিবার সকালে উত্তর রাধানগর স্টেশনে দীর্ঘক্ষণ অবরোধ করেন একাধিক বিক্ষোভকারী। এই দিনই পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দীপক নিগম জানান, শিয়ালদহ ডিভিশনে ১২ কোচের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা দুই থেকে তিনটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তা থেকে কোনও ভাবেই সরবেন না রেল কর্তৃপক্ষ। লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। আর তার পরেই এই সিদ্ধান্ত বলে জানাচ্ছেন তিনি। তবে মাতৃভূমি লোকালে মহিলাদের কেমন ভিড় হচ্ছে তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে ওই ট্রেনে কয়েকটি কামরা পুরুষ ও মহিলা উভয়ের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। শিয়ালদহের ডিআরএম জানান, গত কয়েক বছরে মহিলা যাত্রীদের সংখ্যা উল্লেখ্যযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে এই লাইনের লোকাল ট্রেনে। ভিড়ের জন্য তাঁদের ওঠানামার ক্ষেত্রে ঝুঁকির বিষয়টিও নজরে এসেছিল রেল কর্তৃপক্ষের। আর সেই কারণে সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

error: Content is protected !!