
দ্বিতীয় হুগলি সেতুতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১
সাত সকালে দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা। সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে হাওরা বাউন্ডে দুর্ঘটনা কবলে স্কুটি আরোহী। বেপরোয়া ট্রাক স্কুটারে সজোরে ধাক্কা মারে। স্কুটারের দুই আরোহী ছিটকে পড়েন। সেতুর ফুটপাথে মাথা ঠুকে যায় একজনের। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্কুটি চালকের, একজন আরোহী গুরুতর যখম অবস্থায় ভর্তি রয়েছে হাসপাতালে। মৃতের নাম মনোজ কুমার সাহু (৪৭৪)। হাওড়ার বনবিহারি বসু রোডের বাসিন্দা। তারা সেখানেই কাজ করেন। মৃত ও আহত দুই ব্যক্তি সম্পর্কে দুই ভাই বলে জানা গিয়েছে।