ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ১২ ডিসেম্বর ফের তলব করল ইডি

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের শরিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে ষষ্ঠবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । অর্থ তছরুপ, রাঁচিসহ বিভিন্ন জায়গায় ভুয়ো জমি কেনাবেচার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রে জানা গিয়েছে, আগামিকাল, মঙ্গলবার ইডি-র রাঁচিস্থিত আঞ্চলিক দফতরে হাজিরা দিতে পারেন সোরেন। উল্লেখ্য, ইডি-র পঞ্চম সমনের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টে আবেদন করেছিলেন সোরেন। তারপরেই সোরেন চটজলদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। কিন্তু, শীর্ষ আদালত তাঁকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয়। সেই আবেদন খারিজ হওয়ার পর ষষ্ঠবার তলবি নোটিস পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। তাতে ১২ ডিসেম্বর তাঁকে হাজিরার কথা জানিয়েছে ইডি।

error: Content is protected !!