এবার পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তেও ইডি

অয়ন শীলের গ্রেফতারির পর পুরসভায় নিয়োগ সংক্রান্ত একাধিক নথি উদ্ধার হয়েছিল। এবার পুরনিয়োগ দুর্নীতির তদন্ত করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ ইডি। আদালতে ইডি-র দাবি, “পুরসভার নিয়োগ দুর্নীতিতেও যুক্ত অয়ন শীল। তল্লাশির সময় বাড়ি থেকে মিলেছে সেই সংক্রান্ত নথিও”। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার আদালতে ED-র দাবি, নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতিদিনই গুরুত্বপূর্ন নথি ও তথ্য পাওয়া যাচ্ছে। এই মামলার আজই শুনানির জন্য আবেদন করা হয়েছে ED-র তরফে। সেই আবেদনও মঞ্জুর করা হয়েছে। এদিন দুপুর আড়াইটার সময় কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হতে চলেছে। স্কুল শিক্ষক, গ্রুপ সি-ডি নিয়োগ দুর্নীতির পাশাপাশি কি এবার পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও অনিয়ম হয়েছে কিনা সেই জন্য ED-কে আদালত তদন্তভার দেয় কিনা , এখন সব নজর সেই দিকেই।

error: Content is protected !!