হেমন্ত সোরেনের জামিন নাকচ হতেই ফের সক্রিয় ইডি, আবেদন সুপ্রিমকোর্টে

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেনের জামিন খারিজ করতে সক্রিয় হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবারই ইডির তরফে ঝাড়খণ্ড হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল ইডি। এর পরে গত ১৩ মে ‘বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন’ (পিএমএলএ) সংক্রান্ত রাঁচীর বিশেষ আদালত হেমন্তের জামিনের আবেদন খারিজ করেছিল। তার পরেই হাই কোর্টে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি।অবশেষে গত ২৮ জুন হাই কোর্টে জামিনের আবেদন মঞ্জুর হওয়ায় প্রায় পাঁচ মাস পরে জামিনে মুক্তি পান জেলবন্দি হেমন্ত। প্রসঙ্গত, রাঁচীতে ৮.৮৬ একর জমির মালিকানা সংক্রান্ত টাকা তছরুপের মামলায় অভিযুক্ত গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন হেমন্ত। তাঁর জায়গায় ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হন চম্পই সোরেন। জামিনে মুক্তি পাওয়ার পরে গত ৪ জুলাই জেএমএম নেতা হেমন্ত একা মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। তার আগে ৩ জুলাই সন্ধ্যায় রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন চম্পই। সোমবার ঝাড়খণ্ড বিধানসভা আস্থাভোটে হেমন্তের নেতৃত্বাধীন জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের সরকার জয়ী হওয়ার পরে সম্প্রসারিত হয় মন্ত্রিসভা।

error: Content is protected !!