রাজ্যে ফের ইডি হানা, উত্তর ২৪ পরগনার নিউ-ব্যারাকপুরে টানা তল্লাশি

উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে অর্থলগ্নি সংস্থার এক প্রাক্তন কর্মীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ED-র ৫ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে ওয়েস্ট সারদা অ্যাপার্টমেন্টের বি-ব্লকে ওই কর্মীর বাড়িতে হানা দেয় বলে খবর মিলেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিউ ব্যারাকপুরের ওই অ্যাপার্টমেন্টে থাকেন। এক সময় একটি অর্থলগ্নি সংস্থায় কাজ করতেন তিনি। স্থানীয় সূত্রে খবর, বহু বছর ধরেই নিউ ব্যারাকপুরের বাসিন্দা ওই ব্যক্তি। এলাকায় যথেষ্ট ভদ্রলোক হিসেবেই পরিচিত । সবার সঙ্গে সুম্পর্ক রেখেই বসবাস করেন এলাকায়। স্থানীয়রাও ওই ব্যক্তির সম্পর্কে কখনও খারাপ কিছু শোনেনি বলেই খবর।

error: Content is protected !!