
এবার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের মেয়ে-জামাইয়ের ফ্ল্যাটে ইডির হানা
সোমবার কালীঘাটের কাকুর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাটে ইডির হানা। নিয়োগ দুর্নীতি মামলায় এদিন কলকাতার ভবানীপুর এবং নিউ আলিপুরের ঠিকানায় তল্লাশি চালাল ইডি। ভবানীপুরের লি রোডের আবাসনে থাকেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের মেয়ে পারমিতা চট্টোপাধ্যায় এবং জামাই দেবরূপ চট্টোপাধ্যায়। ওই আবাসনেই হানা দেয় ইডি। আর নিউ আলিপুরের যেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছে, সেটি একটি সংস্থার অফিস। তদন্তকারীদের সূত্রে দাবি, সেই সংস্থার নিয়ন্ত্রণের চাবি ছিল কালীঘাটের কাকুর হাতে। এছাড়াও এদিন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর-২ ব্লকের সাঁজুয়ায় হানা দেয় সিবিআই। এই সংস্থাটির সঙ্গেও সুজয়-যোগ রয়েছে।