মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিতের বাড়ি থেকে উদ্ধার নগদ ২১ কোটি টাকা, বিপুল সম্পত্তির হদিশ 

ইডির তল্লাশিতে উদ্ধার ২১ কোটি। সূত্রে খবর, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিত অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই নগদ ২১ কোটি টাকা। মন্ত্রীর পরিচিতের ডায়মন্ড সিটির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে থেকেই এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। অনেক সম্পত্তিরও হদিশ মিলেছে বলে সূত্রে খবর। ইডি জানিয়েছে, এসএসসি এবং প্রাইমারি বোর্ডে নিয়োগ সংক্রান্ত মামলায় শুক্রবার এই তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের স্পষ্ট দাবি, অর্পিতা মুখোপাধ্যায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তাঁর বাড়ি থেকেই ২১ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। ওই টাকার সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে। মন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি থেকে, বিপুল সোনা, বৈদেশিক মুদ্রা এবং অনেক মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। ব্যাংকের কর্মীদের দিয়ে টাকা গোনানো হচ্ছে বলে সূত্রে খবর। 

error: Content is protected !!