এবার এসএসসি কাণ্ডে সিবিআইয়ের কাছে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি চাইল ইডি

 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সিবিআই সূত্রে খবর, নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন হয়েছে, এমন তথ্যপ্রমাণ হাতে আসায় ইডি’র সঙ্গে যোগাযোগ করেন গোয়েন্দারা ৷ সেই মত এসএসসি-কাণ্ডে যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে ইডি ৷ সূত্রের খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত যেসব তথ্যপ্রমাণ তাদের হাতে এসেছে, তা ইডি-কে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করবে সিবিআই ৷ তবে, এক্ষেত্রে আগে আদালতের অনুমতি নিতে হবে ইডি’কে ৷