এবার কয়লা পাচার কাণ্ডে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইকে তলব করল ইডি

কয়লা পাচার কাণ্ডে এবার তলব করা হল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। আগামী ১৮ নভেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে তৎপরতা বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন গোয়েন্দারা। চলতি নভেম্বর মাসের ১৮ তারিখে তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভাইকে তলব করার বিষয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস অবহিত রয়েছেন বলে জানিয়েছেন। তবে ইডির তলবে স্বরূপ বিশ্বাস হাজিরা যে এড়াবেন না, তা জানিয়ে দিয়েছেন মন্ত্রী। সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় তিনি জানান, ইডি তলব করেছে, সেই তলবের প্রেক্ষিতে হাজিরা দেবেন।

error: Content is protected !!