ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের দিনেই ইডি-র তলব অভিষেক-কে

ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটিতে অভিষেক। কিন্তু যেদিন কমিটির প্রথম বৈঠক, সেদিনই তলব ইডি-র! তাহলে? ১৩ সেপ্টেম্বর কলকাতায় ইডি-র দফতরে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।  ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন না তিনি। সূত্রের খবর তেমনই। এদিন অভিষেক নিজেই ট্যুইট করে জানান, ‘১৩ সেপ্টেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের কো-অর্ডিনেশন কমিটির বৈঠক, যেখানে আমি সদস্য। কিন্তু ওইদিনই হাজিরার জন্য আমাকে নোটিশ দিয়েছে ইডি। ৫৬ ইঞ্জির ছাতি মডেল কতটা ভীতু, সেটাই প্রমাণ করে’।  ইডি সমন পাঠিয়েছিল আগেও। তবে শেষবার যখন ডেকে পাঠানো হয়, তখন অবশ্য সিজি কমপ্লেক্সে হাজিরা দেননি অভিষেক। পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচির কারণেই হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়েছিলেন তিনি।

error: Content is protected !!