এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককে তলব করল ইডি

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে তলব করল ইডি। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এই তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। গত সপ্তাহেই ইডির তরফে এই তলব হলেও তা চ্যালেঞ্জ করে সুমিত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে ইডি অভিষেকের স্ত্রী রুজিরা ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেককেও। পাশাপাশি লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলায় অভিষেক সহ অন্যান্য ডিরেক্টরদের সম্পত্তির নথি চেয়েছে ইডি। যা ইতিমধ্যেই জমা দিয়েছেন অভিষেক।

error: Content is protected !!