
‘ওঁদের দাবি ন্যায় সংগত, দু’সপ্তাহের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে এসএসসি’, জানালেন শিক্ষামন্ত্রী
দশদিন পরেই প্রকাশ করা হবে যোগ্য-অযোগ্যদের তালিকা । আগামী ২১ এপ্রিল এসএসসি ওয়েবসাইটে প্রকাশিত হবে সেই তালিকা । শুক্রবার প্রায় ৩ ঘণ্টা ধরে বিকাশ ভবনে যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকের পর এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চাকরিহারা শিক্ষকদের ১৩ জনের প্রতিনিধি দল । যোগ্য চাকরিহারা শিক্ষকেরা নিজেদের দাবি তুলে ধরেন শিক্ষামন্ত্রীর সামনে । সেই দাবির কিছু জায়গা মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানান চাকরিহারা শিক্ষকরা । কিন্তু চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত যোগ্যদের আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তাঁরা । এদিনের বৈঠক শেষ করে যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, “যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করা হচ্ছে । পরের রবিবারের মধ্যে কাজ শেষ হতে পারে । আইনি পরামর্শ নিয়ে তাঁরা সেই তালিকা প্রকাশ করবেন পরের সপ্তাহের সোমবার । মিরর ইমেজ নেই । যদি সেটা থাকত, তাহলে সিবিআই খুঁজে বার করত । তবে সিবিআই যেটা দিয়েছে সেটাই তাঁরা প্রকাশ করবেন । যেদিন আমরা আইনি পথে সম্পূর্ণভাবে জিতে আসব । সেদিন একমাত্র স্বস্তি পাব ।” অন্যদিকে এখন আরেকটি প্রশ্ন সব থেকে উল্লেখযোগ্য । সেটা হল বেতন । সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা এই শিক্ষকেরা বেতন পাবে ? সেই বিষয়ে ব্রাত্য বসু বলেন, “আমরা রিভিউ পিটিশনে যাব । তাই তার আগে এই নিয়ে কথা বললে আদালত অবমাননা করা হবে । শীঘ্রই আমরা রিভিউ পিটিশন করব ।”