
এসএসসি ভবন অভিযান চাকরিহারাদের, বিকেলে বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে
অচলাবস্থা কাটাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিহারা শিক্ষকরা। শুক্রবার বিকাশ ভবনে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । আন্দোলনকারীদের দাবি একটি, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করতে হবে। ২০১৬ সালের এসএসসির পরীক্ষায় ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট প্রকাশের দাবি চাকরিহারা শিক্ষক ও শিক্ষা কর্মীদের। শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানাতে আগ্রহী চাকরিহারা শিক্ষকরা। আজ বিকেলের বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, শিক্ষা সচিব বিনোদ কুমার এবং শিক্ষা ও আইন দফতরের অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে, স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দফতরের কাছে প্রতিবাদস্থলে অনশনরত চাকরিহারাদের জন্য একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। একজন শিক্ষক অনশন শুরু করেছেন।বঞ্চিত শিক্ষকেরা আজ বিকাশ ভবনের বৈঠকের দিকে আশায় তাকিয়ে রয়েছেন। আজ বেলা ১২টায় করুণাময়ী থেকে শুরু হবে মিছিল। সেখান থেকে মিছিল যাবে এসএসসি ভবন। চাকরিহারাদের এই মিছিলের জন্য পুলিশে পুলিশে ছয়লাপ এসএসসি ভবন চত্বর। এদিন সকাল থেকেই এসএসসি ভবনের সামনে বন্দুকধারী পুলিশের ভিড়। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে করুণাময়ী থেকে শুরু করে উইপ্রো মোড়, সল্টলেকের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে রয়েছে পুলিশ।