আজ মরশুমের শীতলতম দিন

আজ মরশুমের শীতলতম। ঝোড়ো ব্যাটিং শীতের। কলকাতায় শনিবার পারদ এক ধাক্কায় নেমে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর আগে ডিসেম্বরে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল কলকাতার তাপমাত্রা। পাশাপাশি রাজ্যজুড়েই কমছে তাপমাত্রা। আগামী দু-তিন দিন একই রকম পরিস্থিতি থাকবে। জেলায় জেলায় তাপমাত্রা ৮ থেকে ১০ এর ঘরে। জাঁকিয়ে ঠাণ্ডা উত্তরবঙ্গেও। আজও ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে। আগামী বুধবার থেকে ফের রাজ্যে হাওয়া বদল। মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বুধবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা।

পশ্চিম হিমালয় এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে ১৫ জানুয়ারি। দক্ষিণবঙ্গে ফের বাধাপ্রাপ্ত হবে উত্তরে হাওয়া। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। পূবালী হাওয়ার সঙ্গে জলীয় বাষ্পের সংঘাতে ফের বৃষ্টির সম্ভবনা তৈরি হবে পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। মূলত ১৬ থেকে ১৮ জানুয়ারি হতে পারে বৃষ্টি। সেক্ষেত্রে মাঘের শুরুতেই বাড়বে তাপমাত্রা।