ইদে শুভেচ্ছাবার্তা দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

প্রায় এক মাস রোজা রাখার পর সোমবার পবিত্র ইদ। ইদুল ফিতর উপলক্ষ্যে মেতে উঠেছে দেশ। চলছে আলিঙ্গন ও মিষ্টি মুখ। ইদ উপলক্ষ্যে সোমবার শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘এই উৎসব সমাজে নতুন আশা, সম্প্রীতি ও দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকল প্রচেষ্টায় সাফল্য আসুক। ইদ মোবারক।’ পাশাপাশি শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিরোধী দলনেতা রাহুল গান্ধি সহ অন্যান্য রাজনৈতিক নেতারা। এক্স হ্যান্ডেলে ইদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, ‘খুশির ইদে আমি সকল দেশবাসীকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমার মুসলিম ভাই-বোনেদের শুভেচ্ছা। এই উৎসব ভ্রাতৃত্বের চেতনাকে শক্তিশালী করে করুণা ও দানের মানসিকতা বাড়ায়। আমি প্রার্থনা করি এই উৎসব সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক। সকলকে মানবিকতার পথে চলার সংকল্পকে শক্তিশালী করুক এই উৎসব।’

error: Content is protected !!