ফের আফ্রিকা থেকে ভারতে আনা হচ্ছে চিতা, জানাল মধ্যপ্রদেশ সরকার

 ফের আফ্রিকা থেকে ভারতে আনা হচ্ছে চিতা। এবার আফ্রিকার দক্ষিণ প্রদেশের বোতসওয়ানা থেকে আটটি চিতা আনা হচ্ছে। তবে এবারে দু’দফায় আনা হচ্ছে চিতাগুলিকে। আগামী মে মাসে প্রথম দফায় আনা হবে ৪টি চিতা। এমনটাই আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। গতকাল, শুক্রবার এই বিষয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রকের মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে বসেছিল জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ অথরিটির আধিকারিকরা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় মধ্যপ্রদেশের কুনোতে আনা হবে চিতাগুলিকে। তবে শুধুই বোতসওয়ানা নয়, দক্ষিণ আফ্রিকা ও কেনিয়া থেকেও ফের চিতা আনা হবে কুনোতে। তবে আপাতত বোতসওয়ানা থেকে আটটি চিতা দুটি ধাপে আনা হচ্ছে বলে জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ অথরিটির তরফে জানানো হয়েছে, এই চিতা প্রজেক্টের জন্য এখনও পর্যন্ত ১১২ কোটি টাকা খরচ করা হয়েছে। যার ৬৭ শতাংশ খরচ হয়েছে মধ্যপ্রদেশের কুনোয় চিতার পুনর্বাসনের জন্য। তবে জানা গিয়েছে, কিছু চিতাকে গান্ধী সাগর অভয়ারণ্যে স্থানান্তরিত করা হবে। যেহেতু ওই অভয়ারণ্যটি রাজস্থান ও মধ্যপ্রদেশের সীমান্তে অবস্থিত, তাই রাজস্থানে সরকারের সঙ্গে এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ অথরিটি। গতকালের বৈঠকে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ অথরিটির তরফে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের কুনোতে আপাতত রয়েছে ২৬টি চিতা। যার মধ্যে খোলা জঙ্গলে বিচরণ করছে ১৬টি ও এনক্লোজারের ভিতরে রয়েছে ১০টি চিতা। প্রত্যেকটি চিতার গলায় কলার আইডি দেওয়া রয়েছে। সারাক্ষণই তাদের গতিবিধি দেখা হচ্ছে। একই সঙ্গে কুনো জাতীয় উদ্যানে চিতা সাফারি শুরু করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার।

error: Content is protected !!