দিল্লিতে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ ৬৮ বছরের বৃদ্ধের
অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দেশের রাজধানী দিল্লি ক্রমশই ধর্ষণ আর অপরাধের মুক্তাঞ্চল হয়ে উঠছে। ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে ৬৮ বছরের এক বৃদ্ধ। আর গুণধর বাবার ওই কীর্তি ক্যামেরায় বন্দি করেছে ছেলে। শুধু তাই নয, ওই জঘন্য ঘটনার ছবি ধর্ষিতার বাবার ফোনে পাঠিয়েছে। অভিযোগ পেয়ে গুণধর বাপ-বেটাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিল্লি পুলিশের এক আধিকারিকক জানিয়েছেন, ওই জঘন্য ঘটনা ঘটেছে গত এপ্রিলের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে। কিন্তু মোবাইলে মেয়ের ধর্ষণের ছবি দেখার পরে গত মঙ্গলবার নির্যাতিতা কিশোরীর বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। মেয়েকে ধর্ষণের ভিডিওও পুলিশের কাছে জমা দিয়েছেন। কেন দু’মাস পেরিয়ে যাওয়ার পরে অভিযোগ জানাতে থানায় এলেন ধর্ষিতা কিশোরীর বাবা? জবাবে নির্যাতিতার বাবা জানিয়েছেন, ধর্ষণের পরে কিশোরীকে ভয় দেখানো হয়েছিল, কাউকে কিছু জানালে ফল ভালো হবে না। ফলে মুখ বন্ধ করে ছিল। কিন্তু ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার পরে ঘটনা নিয়ে মুখ খুলেছে। পুলিশের কাছে নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন, ঘটনার দিন কিশোরীকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে তুলে নিয়ে যায় অভিযুক্ত বৃদ্ধ। তার পরে জোরজবরদস্তি ধর্ষণ করে। পুলিশের জেরার মুখে অভিযুক্তের ছেলে জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তার সন্দেহ হচ্ছিল বাবা তন্ত্র সাধনা ও কালো যাদুর সঙ্গে যুক্ত। তাই বদ্ধ ঘরে বাবা কী করে তা জানতে গোপনে মোবাইল ফোনের ক্যামেরা বসিয়েছিল। ওই ক্যামেরাতেই ১৬ বছরের কিশোরিকে ধর্ষণের ঘটনা দৃশ্যবন্দি হয়। বাবাকে শিক্ষা দিতেই নির্যাতিতার বাবার ফোনে ওই ধর্ষণের ভিডিও পাঠিয়েছিল।