মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডের ভোট ঘোষণা কমিশনের

ভারতের তিন পার্বত্য রাজ্য মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ডের বিধানসভা ভোটের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, বুধবার দুপুর আড়াইটে নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার ও কমিশনের বাকি দুই সদস্য রঙ্গ ভবনে সাংবাদিক সম্মেলন করবেন। মেঘালয়ের চলতি বিধানসভার মেয়াদ শেষ হবে ১৫ মার্চ। অন্য়দিকে, নাগাল্যান্ড ও ত্রিপুরা বিধানসভার মেয়াদ শেষ হবে যথাক্রমে ১২ এবং ২২ মার্চ।  মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার-সহ কমিশনের এক উচ্চপর্য়ায়ের প্রতিনিধিদল সম্প্রতি ওই তিন রাজ্য সফরে গিয়েছিল।  প্রতিনিধিদলের মোট সদস্য সংখ্যা ১৬। তিন রাজ্যের সব রাজনৈতিক প্রতিনিধিদল এবং রাজ্য প্রশাসনের পদস্থকর্তাদের সঙ্গে তাঁরা বৈঠক করেন। সফরের পর দিল্লি ফিরে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিন রাজ্যের বিধানসভা ভোটের আয়োজন কবে করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে এই সফর। আশা রাখতে পারেন, কমিশন খুব শীঘ্রই মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ড বিধানসভার ভোটের দিন তারিখ জানিয়ে দেওয়া হবে। ত্রিপুরায় ক্ষমতায় আসীন বিজেপি। বাকি দুই রাজ্যে ক্ষমতায় জোট সরকার। সেই জোট সরকারে সামিল বিজেপিও। তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতায় পালাবদল হয় কি না সেটাই দেখার।  ভোট হতে চলেছে এমন সময়ে যখন রাহুল গান্ধির চলছে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি। 

error: Content is protected !!