ময়নাগুড়িতে লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব

গ্রামগঞ্জে ধান পাকতে শুরু করেছে। আর সেই কারণেই বারবার লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল। আজ, শুক্রবার সকালে ময়নাগুড়ির আমগুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় আচমকাই একটি হাতির দল প্রবেশ করে। এই দলটিতে শাবক সহ প্রায় ১৩-১৪ টি হাতি রয়েছে। বর্তমানে হাতির দলটি জলঢাকা নদীর চরে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামসাই মোবাইল রেঞ্জের আধিকারিক-সহ অন্যান্য কর্মীরা। রেঞ্জের আধিকারিক প্রদ্যুৎ কুমার সরকার বলেন, গ্রামে ধান পাকতে শুরু করেছে। আর মূলত সেই কারণেই হয়ত হাতির দলটি লোকালয়ে প্রবেশ করেছে। তারঘেরা জঙ্গল থেকে এই পালটি এসেছে বলে প্রাথমিকভাবে অনুমান। হাতির দলটিকে ফের জঙ্গলে পাঠানোর জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। জানা গিয়েছে, আমগুড়ি এলাকায় ধানের ক্ষেত নষ্ট করেছে হাতিদের দলটি।

error: Content is protected !!