হাতির হানায় লণ্ডভণ্ড স্কুল

হাতির হানায় লন্ডভন্ড হয়ে গেল বামনডাঙা চা বাগানের টন্ডু টিজি থ্রি স্টেট প্ল্যান প্রাথমিক স্কুল। মঙ্গলবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার নাগরাকাটার বামনডাঙা চা বাগানের এই স্কুলের তালাবন্ধ গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে আট-ন’টি হাতির একটি পাল। স্কুলবাড়ির একাংশ ভেঙে দেয় ওই হাতির দল। এর ফলে তছনছ হয়ে যায় স্কুল। লোহার গ্রিল ও দেওয়ালের ইট ভেঙে যায়। ভেঙে গিয়েছে শ্রেণিকক্ষের একাংশ। হাতির দল হামলা চালায় মিড-ডে মিলের রান্নাঘরে। পাশাপাশি, পড়ুয়াদের হাতে তৈরি কিচেন গার্ডেনের শাক-সবজিও সাবাড় করে হাতি। স্টোররুমের জানালা উপড়ে শুঁড় দিয়ে টেনে বাইরে ফেলে দেয় স্কুলের নথিপত্র। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে পরপর তিনদিন বাগানের ডায়না লাইনে অবস্থিত স্কুলটিতে হাতির পাল হামলা চালাল। তবে মঙ্গলবার রাতের ক্ষয়ক্ষতির বহরই সবচেয়ে বেশি। স্কুলের টিআইসি দিলীপ ঠাকুর বলেন, ‘এই নিয়ে গত ১০ বছরে ২৫ বার এমন হাতির হামলা হল। কীভাবে স্কুল চালাব বুঝে উঠতে পারছি না।’

error: Content is protected !!