এলন মাস্কের হাতে টুইটারের নিয়ন্ত্রণ, চাকরি গেল সিইও পরাগ আগরওয়ালের

মাইক্রো ব্লগিং সংস্থা টুইটারের নিয়ন্ত্রণ নিজের হাতে নিলেন এলন মাস্ক এবং নিয়ন্ত্রণ নিয়েই ছাঁটাই করলেন ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়ালকে। ক্ষমতা হাতে পেয়েই টুইটারের শীর্ষস্তরের ৪জন আধিকারিককে পদ থেকে সরিয়ে দিলেন মাস্ক। মার্কিন সংবাদমাধ্যমের খবর, শুধু আগরওয়ালই নয় মাস্ক তাড়িয়ে দিয়েছেন টুইটারের আর্থিক বিষয়ক চিফ অফিসার এবং আইনি নীতির প্রধানকে। টুইটারে মালিকানা হাতে নিতে যে সমস্ত চুক্তি মাস্ককে মানতে হত, তা তিনি এড়িয়ে যাচ্ছিলেন বলে দাবি করেছিলেন আগরওয়াল। সে কারণে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। টেসলা সংস্থার মালিককে আদালত টুইটারের নিয়ন্ত্রণ হাতে নেওয়ার সময়সীমা বেঁধে দেয়। তাই আগরওয়ালের প্রতি মাস্কের উষ্মা আগে থেকেই ছিল। 

error: Content is protected !!