
‘অসাবধানতাবশতই খুলে গিয়েছিল ইমারজেন্সি গেটটা’, দাবি বিজেপি সাংসদের, তোপ বিরোধীদের
হামেশাই বিতর্ককে সঙ্গী করে খবরের শিরোনামে থাকেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। ফের আরও এক বার বিতর্কে জড়ালেন বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তথা ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য। এবার বিমানের আপৎকালীন দরজা খোলার বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। যদিও তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, অসাবধানবশতই বিমানের ইমারজেন্সি গেটটা খুলে গিয়েছিল। যদিও কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দলগুলি তেজস্বীর বিরুদ্ধে অভিযোগ এনেছে যে, ইচ্ছাকৃত ভাবেই ওই বিজেপি সাংসদ চরম ভুল করেছেন এবং এর মাধ্যমে সমস্ত যাত্রীদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। এই ঘটনার কথা প্রথম সামনে আসে গত ২৯ ডিসেম্বর। তামিলনাড়ুর বিদ্যুৎ মন্ত্রী সেনথিল বালাজি ট্যুইট করে এই কথা জানিয়েছিলেন। তবে সংবাদমাধ্যম সূত্রে খবর, এটিআর হল আসলে একটি ছোট্ট উড়ান। এর আপৎকালীন দরজা থাকে সামনের দিকে। এই উড়ানের বেশির ভাগ সিটেই ছিল হাতল। কিন্তু আপৎকালীন দরজার কাছাকাছি থাকা সিটগুলিতে কোনও আর্মরেস্ট বা হাতল নেই। ফলে তেজস্বী সূর্য ওই দরজাতেই হাত রেখে বসেছিলেন। এর কিছু ক্ষণ পরেই তিনি বিমানসেবিকার কাছে জানান যে, ওই দরজাটা অল্প খুলে গিয়ে থাকতে পারে।