দেশ যান্ত্রিক সমস্যার জেরে বেঙ্গালুরু-বারাণসীগামী বিমানের জরুরি অবতরণ by সংবাদ AME বাংলা 24X 7 যান্ত্রিক সমস্যার কারণে বেঙ্গালুরু-বারাণসীগামী বিমানের জরুরি অবতরণ। তেলেঙ্গানার শামশাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে ওই যাত্রীবাহী বিমানটির। আজ, মঙ্গলবার সকালে ঘটেছে ঘটনাটি। ওই বিমানে থাকা মোট ১৩৭ যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। সংবাদ AME বাংলা 24X 7 Website https://sangbadamebangla.com/