বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপার মার্তিনেজ এলেন কলকাতায়

কলকাতা এলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সোমবার বিকেলে দমদম বিমানবন্দরে পা রাখেন তিনি। বিশ্বকাপজয়ী গোলরক্ষককে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত। মার্তিনেজকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরে উপস্থিত ছিলেন অসংখ্য ফুটবল ভক্ত। সমর্থকদের উচ্ছ্বাস আর আবেগ দেখে আপ্লুত লিওনেল মেসির সতীর্থ। সমর্থকদের পাগলামি দেখে বিশ্বকাপজয়ী গোলরক্ষক আপ্লুত কণ্ঠে বলেন, ‘এত মানুষের ভালবাসা পাব, তা আঁচ করতে পারেনি। দেখে সত্যিই অভিভূত।’  বিমানবন্দর থেকে সোজা এক সাততারা হোটেলে চলে যান মার্তিনেজ। টানা এগারো ঘন্টার বেশি বিমান যাত্রা করায় অনেকটাই ক্লান্ত বিশ্বকাপজয়ী দলের সদস্য। তাই ধকল কাটাতে এদিন বাইপাসের ধারে সাততারা হোটেলেই বিশ্রাম নেবেন তিনি। আগামিকাল মঙ্গলবার ও পরের দিন বুধবার ঠাসা কর্মাসূচি রয়েছে তাঁর। মার্তিনেজকে কলকাতায় নিয়ে আসার নেপথ্য কুশীলব শতদ্রু দত্ত জানিয়েছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মিলনমেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন আর্জেন্টিনা দলের গোলরক্ষক। সেখানে তাঁকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে নিজের জীবন ও সাফল্যের নেপথ্য কাহিনী তুলে ধরবেন মার্তিনেজ। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে মেসিদের গোলরক্ষককে সংবর্ধনা দেওয়া হবে। বিকেলে যাবেন মোহনবাগান মাঠে। সেখানেই মোহনবাগান স্মারক পুরস্কার তুলে দেওয়া হবে তাঁর হাতে। পেলে, মারাদোনা ও গ্যারি সোবার্সের নামাঙ্কিত গেটের উদ্বোধন করবেন। সফরের তৃতীয় দিনে বুধবার প্রথমে যাবেন সন্তোষ মিত্র স্কোয়ারে। সেখান থেকে  রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাওয়ার কথা মার্তিনেজের। শ্রীভূমির অনুষ্ঠান শেষে যাবেন রিষড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও এক ফাঁকে দেখা করার কথা রয়েছে। বিকেলেই দেশের উদ্দেশে রওনা করবেন আর্জেন্টিনার গোলরক্ষক।

error: Content is protected !!