টানা ৬টি টেস্ট হারল পাকিস্তান, রেকর্ড গড়ে জিতল ইংল্যান্ড
টানা ছ’টি টেস্ট হারল পাকিস্তান । মুলতানের পিচ ছিল ব্যাটিং স্বর্গ, সেখানে দ্বিতীয় ইনিংসে মাত্র ২২০ রানে অলআউট হয়ে গেল তারা। ইংল্যান্ড জিতল এক ইনিংস এবং ৪৭ রানে। ক’দিন আগে বাংলাদেশের বিরুদ্ধে চাঞ্চল্যকর কায়দায় টেস্ট জিতেছিল ভারত। মুলতানে জো রুটদের এই জয় তার চেয়ে কোনও অংশে কম নয়। টসে জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল পাকিস্তান। সেই ম্যাচও হারল তারা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার কোনও দল প্রথম ইনিংসে ৫০০-র বেশি রান করে হারল। মুলতান টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা ছিল সবথেকে বেশি, কারও জেতার সম্ভাবনা থাকলে ছিল পাকিস্তানের। কিন্তু পাশা উল্টে দিল ইংল্যান্ড। প্রথমে ব্যাটারদের দাপট এবং তারপর বোলারদের কেরামতিতে ঐতিহাসিক জয় পেল তারা।