অশ্বিন আর অক্ষরের ঘূর্ণিতে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ ১১২ রানে

প্রথম ইনিংসে ১১২ রানে গুটিয়ে গেল  ইংল্যান্ড । টস জেতা বুমেরাং হল। বাঁ-হাতি অক্ষরের পাঁচ উইকেট মেরুদণ্ড ভেঙে দেয়  ইংল্যান্ড-এর ব্যাটিংয়ের । তিন উইকেট নিয়ে গোলাপি বলেও ফের জাদু দেখালেন অশ্বিন । ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিজের প্রথম দুটি টেস্ট এক ইনিংসে পাঁচটি করে উইকেট তুলে নিলেন ৷ আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অক্ষরের পঞ্চম শিকার স্ট্রুয়ার্ট ব্রড ৷ প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ভারতের প্রাক্তন পেসার মহম্মদ নাসির ৷ প্রাক্তন ভারতীয় স্পিনার নরেন্দ্র হিরওয়ানি ১৯৮৮ সালে দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব গড়েছিলেন ৷চেন্নাইয়ে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় অক্ষর প্যাটেলের ৷ সেই ম্যাচে নবম ভারতীয় হিসেবে অভিষেক টেস্ট ম্যাচে এক ইনিংসে পাঁচটি উইকেট তুলে নেন ৷ এছাড়া দিলীপ জোশীর পর দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে এই কৃতিত্ব গড়েন অক্ষর ৷ আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন  ইংল্যান্ড-এর অধিনায়ক জো রুট ৷ নতুন স্টেডিয়ামের নতুন পিচে প্রথম থেকেই সতর্ক ছিলেন কোহলিরা ৷ তবে প্রথম থেকে এতটা দাপট দেখাবে স্পিনাররা, তা হয়ত বুঝতে পারেননি স্বয়ং কোহলিও ৷