
সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া মেট্রোর মিলল অনুমোদন
এবার এক মেট্রোতেই পৌঁছে যাওয়া যাবে সল্টলেক থেকে হাওড়া ৷ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা । তারপরেই চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত গ্রিন লাইনের সম্পূর্ণ পথ । গ্রিন লাইনে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত শর্তসাপেক্ষে যাত্রী পরিষেবা শুরু করার অনুমোদন মিলল মঙ্গলবার। গত ২৭ এপ্রিল অর্থাৎ রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) সুমিত সিঙ্ঘল। ২.৪ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথের পরিদর্শন করে ট্রেন পরিচালনের খুঁটিনাটির পাশাপাশি সুড়ঙ্গপথে যাত্রী নিরাপত্তার বিষয়টিও খতিয়ে দেখেন তিনি। আর তারপরেই মঙ্গলবার শর্তসাপেক্ষে বাণিজ্যিকভাবে যাত্রী পরিষেবার চালু করার অনুমতি দিলো সি আর এস। পরিদর্শনের পর কাজ দেখে সন্তুষ্ট হয়েছিলেন কমিশনার । এমনকী এই পথের যে অংশের কাজ শেষ করতে সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছিল নির্মাণকারী সংস্থা কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে (কেএমআরসিএল), সেই অংশে কাজেরও সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি । আরও জানা গিয়েছে, সম্পূর্ণ গ্রিন লাইনের কোন সুড়ঙ্গটি হবে আপ রুট এবং কোনটি হবে ডাউন রুট সেটিও প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে । পূর্বমুখী সুড়ঙ্গটিকে আপ লাইন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পশ্চিমমুখী লাইনটিকে ডাউন রুট হিসেবে। এক কথায় বলতে গেলে, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকের লাইনটি হল আপ ৷ আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকের লাইনটি ডাউন রুট হিসেবে চিহ্নিত করা হয়েছে । এতদিন গোটা গ্রিন লাইনটি দুটি ভাগে বিভক্ত ছিল ৷ গ্রিন লাইন ১ ও গ্রিন লাইন ২ । এতদিন গ্রিন লাইন ১-এ মেট্রো চলত সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত এবং গ্রিন লাইন ২-তে ট্রেন চলত হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত । তাই এতদিন পর্যন্ত গ্রিন লাইনের আপ ও ডাউন লাইন হিসেবে চিহ্নিত করা ছিল না ৷ তবে যেহেতু অতি দ্রুত খুলে যাবে গোটা গ্রিন লাইন এবং সেটিকে আর ওয়ান বা টু নয়, একটি গোটা লাইন হিসেবে ধরা হবে, তাই আপ ডাউন লাইন চিহ্নিত করার প্রয়োজন ছিল বলে মনে করছে মেট্রো রেল । তবে অনুমোদন মিললেও কবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা চালু হবে তা নির্ভর করছে রেল বোর্ডের চূড়ান্ত অনুমোদনের উপরে । অপেক্ষা আর মাত্র কটা দিনের ৷ তারপরই সল্টলেক থেকে শিয়ালদা ও ধর্মতলা হয়ে গঙ্গার তলা দিয়ে এক মেট্রোতেই পৌঁছে যাওয়া যাবে পড়শি শহরে ।