প্রভিডেন্ট ফান্ডে ফের একগুচ্ছ বদল আনছে কেন্দ্রীয় সরকার

প্রভিডেন্ট ফান্ডে ফের একগুচ্ছ বদল আনছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডব্য ঘোষণা করেছেন, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর লেনদেনগুলি এখন সংস্করণ 3.0-এ রূপান্তরিত হবে ৷ তাঁর কথায়, ব্যাঙ্কের আদলে EPFO-এরও ​​কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে । সেক্ষেত্রে ব্যাঙ্কের মতোই এটিএম কার্ডে টাকা তোলার সুবিধাও থাকছে ৷ বৃহস্পতিবার তেলেঙ্গায় নবনির্মিত ইপিএফও অফিস ভবন, তেলেঙ্গানা আঞ্চলিক অফিস এবং বানজারা হিলস আঞ্চলিক অফিস ভবনগুলির উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য। তাঁর সঙ্গে ছিলেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি ৷ পাশাপাশি নরোদা অফিস ভবন ও আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন এবং গুরুগ্রাম আবাসিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই অনুষ্ঠানেই কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, ইপিএফ গ্রাহকরাও এটিএম-এ গিয়ে তাদের ইপিএফ-এর টাকা তুলতে পারবেন । সেই সঙ্গে, অনলাইনেও ছোটখাটো সংশোধন করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, “আগামী দিনে EPFO ​​3.0 সংস্করণ আসবে। এর অর্থ হল EPFO ​​একটি ব্যাঙ্কের সমতুল্য হয়ে উঠবে। যেমন একটি ব্যাঙ্কে লেনদেন করা হয়, আপনার (EPFO গ্রাহক) ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) থাকলেই আপনি পিএফ সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবেন।” মন্ত্রীর কথায়, “আপনাকে ইপিএফও অফিসে যেতে হবে না বা আপনার অফিসেও যেতে হবে না। আপনার টাকা আপনি যখন ইচ্ছা তখন তুলতে পারবেন। এখন যেমন আপনাকে ইপিএফও অফিসে যেতে হয় বারবার ৷ আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী দিনে আপনি যখনই চাইবেন, আপনি এটিএম থেকে আপনার টাকা তুলতে পারবেন। আমরা ইপিএফও-তে এই ধরনের সংস্কারগুলি করছি।”

error: Content is protected !!