শেষরক্ষা হল না, নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

শেষরক্ষা হল না ৷ মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে৷ শুক্রবার জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হন। শুক্রবারই পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন গুলিবিদ্ধ হন তিনি ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেখানেই কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর প্রয়াত হন শিনজো আবে ৷ তাঁর এই আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শোক বার্তায় শিনজো আবেকে নিজের অত্যন্ত কাছের এক বন্ধু বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ জানা গেছে, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী আবে শিনজো পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতার সময় গুলিবিদ্ধ হন। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে তিনি আহত হয়েছেন। ঘটনাস্থলে উপস্থতিত এক সাংবাদিক বন্দুকের গুলির আওয়াজের মতো কিছু শুনতে পান এবং অ্যাবেকে রক্তাক্ত অবস্থায় দেখেন। আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পরবর্তীকালে তাঁর মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

error: Content is protected !!