ভোররাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ব্যাপক গোলাগুলিবর্ষণ, পালটা যোগ্য জবাব ভারতের

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই জম্মু ও কাশ্মীর সীমান্তে চলছে গোলাগুলি ৷ সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ ভারতীয় সেনাবাহিনী বেশ কয়েকটি অনুসন্ধান অভিযান শুরু করেছে ৷ এর মাঝে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় পাকিস্তানি সেনাবাহিনী গুলিবর্ষণ করে ৷ এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীও গুলি মারফত পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে সামরিক সূত্রের খবর ৷ যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার উধমপুরের দুদু বসন্তগড় এলাকায় সেনাবাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে একজন সেনা জওয়ান শহিদ হন ।

error: Content is protected !!