অমৃতসর-হাওড়াগামী মেল ট্রেনে বিস্ফোরণ, জখম ৪ রেলযাত্রী
অমৃতসর থেকে হাওড়াগামী ট্রেনে বিস্ফোরণ। জানা গেছে, ডাউন হাওড়া-অমৃতসর মেলের সাধারণ কামরায় এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় ৪ জনের জখম হন। তাঁদের মধ্যে একজন মহিলাও আছেন। জানা যায়, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বিস্ফোরণটি ঘটে শিরহিন্দ স্টেশনের কাছে। পরে জখম যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে বাজি ভরতি এক প্লাস্টিকের থেকেই বিস্ফোরণ ঘটে। এদিকে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে রেল।