কাবুলে মেয়েদের স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৫, আহত ৫২

কাবুলে মেয়েদের স্কুলের সামনে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে ২৫ জনের। আহত হয়েছেন ৫২। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে সরকারি সূত্রে। সূত্রের খবর, শনিবার বিকেল নাগাদ দশত-ই-বার্চি এলাকার সায়িদ-উল-সুহাদা নামক একটি মেয়েদের স্কুলের কাছেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। আধিকারিকরা বিস্ফোরণের কারণ জানাতে পারেননি এখনও। কোনও নির্দিষ্ট নিশানা লক্ষ্য করে এই বিস্ফোরণ কি না তাও স্পষ্ট নয়। কোনও সংগঠন বিস্ফোরণের দায় নেয়নি এখনও পর্যন্ত। 

error: Content is protected !!