টাকির সরকারি হাই স্কুলের ল্যাবরেটরিতে বিস্ফোরণ, হাসপাতালে ভর্তি শিক্ষক সহ ১০ ছাত্রী

স্কুলের ল্যাবরেটরিতে বিস্ফোরণ। জখম শিক্ষক সহ অন্তত ১০ ছাত্রী। ভর্তি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে টাকির সরকারি হাই স্কুলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দীর্ঘদিন ধরে স্কুলের ল্যাবরেটরি বন্ধ থাকায় রক্ষণাবেক্ষণের অভাব হয়েছিল। তাই অ্যামোনিয়া গ্যাসের জারে বিস্ফোরণ ঘটে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার টাকি পুরসভার টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়। এদিন দুপুর একটা নাগাদ দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রীদের নিয়ে শিক্ষক অর্ণব গুহ দাস স্কুলের ল্যাবরেটরির তালা খুলে ঢুকে কাজ করছিলেন। জানা গিয়েছে, বিজ্ঞানের প্র্যাকটিক্যাল ক্লাস চলছিল। সেই সময় হঠাৎই আমোনিয়া গ্যাসের জারে বিস্ফোরণ হয়। সেখানে শিক্ষক সহ ১০ ছাত্রী আক্রান্ত হন। বিকট শব্দ শুনে অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা ছুটে এসে গুরুতর জখম তাঁদেরকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন এই ল্যাবরেটরি খোলা হয়নি। ফলে রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। তাই আজ কাজ করতে গেলে আচমকাই অ্যামোনিয়া গ্যাসের জারে বিস্ফোরণ হয়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে স্কুলের অন্যান্য ছাত্রীরা। 

error: Content is protected !!