পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৭০
আজ দুপুরে পেশোয়ারের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় খসে পডে মসজিদের একাংশ। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, হামলায় ৭০জন জখম হয়েছেন। জখমদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের সকলে লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবর লেখা পর্যন্ত একজনেরও মৃত্যু হয়নি বলে জানিয়েছে প্রশাসন। তবে হামলার তীব্রতা দেখে প্রাণহানির সম্ভাবনা উড়িয়ে দিতে পারছে না প্রশাসন। জানা গিয়েছে, হামলা হয় দুপুরের নমাজ সবে শেষ হয়েছে। ঘড়িতে তখন ১.৪০ঘ। মসজিদ ছেড়ে যে যার গন্তব্যের দিকে পাড়ি দেবেন। এমন সময় বিকট শব্দ। গোটা মসজিদটাই দুলে ওঠে। বিস্ফোরণের তীব্রতা উড়ে যায় মসজিদের ছাদ। লাগে আগুন। এখনও স্পষ্ট নয় যে এটা আত্মঘাতী হামলা না কি মসজিদের ভিতরে বোমা রাখা ছিল। রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।