পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনের একাধিক শহর  মিসাইল ও রকেট হামলা

আজ, বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯টা নাগাদ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন রাশিবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তাঁর এই ঘোষণার পরেই ইউক্রেনের একাধিক শহর থেকে বিস্ফোরণের খবর আসতে শুরু করেছে ৷ মুহুর্মুহু উড়ে আসছে ক্ষেপণাস্ত্র। ঝলসে উঠছে আগুনের ঝলকানি। একসঙ্গে ইউক্রেনের ১১ টি শহরে আক্রমণ চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের পূর্বাঞ্চলে বিভিন্ন শহরকে নিশানা করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের ১১ টি শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷ রাশিয়ার হামলায় ইউক্রেনের নৌসেনার প্রচুর ক্ষয়ক্ষতি। এমনটাই জানিয়েছেন সেই দেশের আধিকারিকরা।  মিসাইল ও রকেট হামলার কারণে কিয়েভ ও খার্কিভে ইউক্রেনের সেনা কম্যান্ডের পোস্ট ধ্বংস হয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

https://twitter.com/PBNS_India/status/1496725680935309312
error: Content is protected !!